নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা হওয়ায় এই ইউনিয়নের গুরুত্ব অপরিসীম। তাই সারাদিন অপেক্ষার পর রাত ১০ টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সবার মধ্যে মিশ্র প্রতিক্রীয়া লক্ষ করা যায়।এদিকে ঢাকার কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস হতে জানানো হয় আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। তবে সকল জল্পনা কল্পনা জনশ্রুতির অবসান ঘটিয়ে আজ টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জাদুর কাঠি যাদের হাতে সেই সৌভাগ্যবানেরা হলেন।
১। কুশলী ইউনিয়নঃ বেলায়েত হোসেন সরদার
২।বর্নি ইউনিয়নঃ মিলি আমিনুর
৩। গোপালপুর ইউনিয়নঃ লাল বাহাদুর
৪। পাটগাতী ইউনিয়নঃ শেখ শুকুর আহম্মেদ
৫। ডুমুরিয়া ইউনিয়নঃ আলী আহম্মেদ