Nabadhara
ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুলাই ৫, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে তিন হাসপাতাল ও পিকনিক নৌকায় উচ্চস্বরে গান বাজনা বাজানো এবং অশ্লীল কার্যকলাপের অভিযোগে ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানাসহ ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গত মঙ্গলবার (৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মেহাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম মঞ্জুর এ এলাহী,স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরির্দশক দেব প্রসাদ মিত্র, উপজেলা ভূমি অফিসের পেস্কারমো. মাহবুবুল ইসলাম থানার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৮টা পর্যন্ত উপজেলার জামালপুর বাজারেভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় স্থাণীয়নুবহা জেনারেল হাসপাতালের ম্যানেজার মো. মাসুম মিয়াকে ১ লাখ টাকা ও আয়েশা মেমোরিয়ালহাসপাতাল এন্ড ডায়গনোষ্টিক সেন্টারের ডা. জুয়েল হাসানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকার সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার মো. আশরাফ উল্লাহকে দিমেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি অর্ডিন্যান্স ১৯৮২ এর ৯ ধারা মোতাবেক৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজারস্থইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষায় পিকনিকের নৌকায় উচ্চ স্বরে গান বাজনা বাজানো এবংঅশ্লীল কার্যকলাপের অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় গাজীপুরের নোয়ানী পাড়াএলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদ (২৯), রফিকুল ইসলামের ছেলে মো, সামসুল(১৯) ও মো. সামসুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (১৮) প্রত্যেককে ৭ হাজার টাকা করে ৩টিমামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় নারায়নগঞ্জ জেলাধীন আড়াই হাজারউপজেলার তালতলা গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে নদী আক্তার (২০), গাজীপুরের নোয়ানীপাড়ার মো. তাইজদ্দিনের ছেলে মো. মনির ভূইয়া ও পুবাইল সোড়ল গ্রামের মো. আবু বকরেরছেলে মো. আশিকুর রহমান ৩ জন প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।