Nabadhara
ঢাকাসোমবার , ২ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ উল ফিতর

MEHADI HASAN
মে ২, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মেজবা রহমান,স্টাফ রিপোর্টারঃ

আফগানিস্থান ,বুলগেরিয়া ও নাইজিরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারনে বাংলাদেশের কিছু জায়গায় পালিত হচ্ছে ঈদ উল ফিতর। আজ রবিবার ০১ মে দেশের আগাম ঈদের প্রবক্তা চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ উক্ত দরবারের অনুসারীরা ঈদ উল ফিতর উদযাপন করছেন।

বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপিত হবে বলে দাবী করেন সাদ্রা দরবার শরীফের অনুসারীরা। এছাড়াও, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদররপুর গ্রামে উদযাপন হচ্ছে পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, ‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ ঈদ করছি। আমরা নির্ধারিত কোনো দেশকে ফলো করি না। আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ঈদ উদযাপন করি, যদি সেটি আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়।’ বদরপুর দরবার শরীফের খাদেম আলহাজ্জ মাওলানা শফিকুল ইসলাম গনি জানান, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা তার সাথে সঙ্গতি রেখে রোজা রাখি এবং ঈদ পালন করে থাকি। আফগানিস্থান নাইজেরিয়াসহ বিশ্বে বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে, তাই আমরা ঈদ পালন করছি। প্রায় ৮২ বছর ধরে এটি চলে আসছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকোলি করেন এবং বিশ্ববাসীরর শান্তির জন্য দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।