Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Bayzid Saad
ডিসেম্বর ১৮, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি ,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো: রেজাউল করিম, করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, প্রবাসী মনিরুজ্জামান বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলার অভিবাসী পরিবারের সদস্য ও বিদেশ গমনে ইচ্ছুক কর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স আহরনকারী ও প্রেরণকারী ব্যাংকসহ তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও ৮০জনকে প্রশিক্ষণ সার্টিফেকেট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।