Nabadhara
ঢাকাবুধবার , ২২ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ক্রিকেটলীগ চালুর দাবীতে খেলোয়াড়দের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Bayzid Saad
ডিসেম্বর ২২, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম ও ২য় বিভাগ ক্রিকেটলীগ চালুর দাবী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দিয়েছে খেলোয়াড়রা।

 

গোপালগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ কর্মসূচী পালন করে।

 

আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ক্রিকেটাররা। এসময় লীগ চালুর দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

 

মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আল মাহমুদুল হাসান লিংকন, সাধারন সম্পাদক মোঃ লিপটন শিকদার, শেখ জামিল আহম্মেদ তামিম, সৌরেন মন্ডল, সিকদার প্রান্ত, সাজেদুল ইসলাম সজীব বক্তব্য রাখেন।

 

এসময় বক্তরা বলেন, ২০১২ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পুণ:সংস্করন করা হলে ২০১৪ সাল থেকে কোন ক্রিকেটলীগ চালু হয়নি। এতে জেলার ক্রিকেটারা কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। যে কারনে এ জেলা থেকে কোন ক্রিকেটার বড় কোন পার্যায়ে খেলার সুযোগ পাচ্ছে না। ফলে লীগ আয়োজন না হওয়ায় ক্রিকেটাররা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। দ্রুত এ স্টেডিয়ামে ক্রিকেটলীগ চালুর দাবী জানান তারা।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।