জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ এ শোভাযাত্রার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেখ হয়।এ শোভাযাত্রায় জেলা, উপজেলা, থানা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।