Nabadhara
ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবসে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতার সমাধী‌তে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের শ্রদ্ধা

MEHADI HASAN
জানুয়ারি ১০, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

 

বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপল‌ক্ষে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধী‌তে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের পক্ষে শ্রদ্ধা নি‌বেদন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল(অবঃ)মুহাম্মদ ফারুক খান এম.পি-র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আবুল হাসানাত আব্দুল্লাহ এম.পি এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি ও শেখ সারহান নাসের নাসের তন্ময় উপস্থিত ছিলেন।

পরে তারা জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া এদিন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়াও জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।