Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান-সম্পাদক আবু সালেহ

MEHADI HASAN
জানুয়ারি ২০, ২০২২ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন ড. মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ।
বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এবছর ১৫ পদের বিপরীতে মোট ১৯ জন শিক্ষক প্রার্থী হিসেবে ছিলেন। এর মধ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের ১৪ প্রার্থী জয়লাভ করেন। পাঁচ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি ড. মো. কামরুজ্জামান (এসিসিই), সহ-সভাপতি পদে ড. মো. রাশেদুজ্জামান (ইএসডি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম (গণিত), কোষাধ্যক্ষ পদে ড. মো. বশির উদ্দীন (এমজিটি), দপ্তর সম্পাদক পদে গাজী মোহাম্মদ মাহবুব (অর্থনীতি)।
এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. ফায়েকুজ্জামান মিয়াকে ২৪ ভোটের ব্যবধানে পরাজিত করে ড. মো. আবু সালেহ (১০১) এবং প্রচার সম্পাদক পদে মো. সোলাইমান হোসেন মিন্টুকে ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে সাদ্দাম হোসেন (১১১) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে জয়লাভ করেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী হিসেবে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বুলু রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা।
প্রধান নির্বাচন কমিশনার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ বলেন, এবছর সকলের অংশগ্রহণে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।