টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জব্দের পর পুড়িয়ে ফেলা হলো সরকারিভাবে নিষিদ্ধ চায়না জাল।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের খাল-বিল থেকে অভিযান চালিয়ে ১৬ টি জাল জব্দ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ চন্দ্র বাছাড়ের নেতৃত্বে এই জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “কারেন্ট জাল দিয়ে মাছ শিকার না করতে অনেকবার মাইকিং করা হয়েছে। এরপর জেলেদেরকে অফিসে ডেকে নিষিদ্ধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে। কিন্তু জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেয়া হয়েছে”।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।