Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মন্দিরের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ নিহত ১ আহত ৫

MEHADI HASAN
জানুয়ারি ২০, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। তাদের কে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার কাকুইবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে ‌।

জানা যায়, আজ বেলা ৩ টার দিকে টুঙ্গিপাড়া তফসিল অফিসের লোকজন জমির তদন্ত করতে ঘটনাস্থলে যায়। তদন্ত করে ফিরে আসার পরপরই কাকুইবুনিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের জমি দাতা সুবল শিকদার ও টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস এর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সুবল শিকদার (৫০) নামের একজন গুরুতর আহত হলে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।। সুবল শিকদার কাকুইবুনিয়া গ্রামের মৃত নিশিকান্ত শিকদারের ছেলে।

 

সুবল শিকদারের ভাতিজা বিপিন শিকদার বলেন, আমার কাকা সুবল শিকদার এই মন্দিরে জায়গা দান করেন কিন্তু ভাইস চেয়ারম্যান ও তার লোকজন প্রভাব খাটিয়ে মন্দির কমিটিতে আমার কাকাকে রাখেন নাই ‌। এটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ‌।

টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম কুমার বিশ্বাস নবধারাকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য নয়।

 

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ বলেন, মরদেহ পোস্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে এ সম্পর্কে বিস্তারিত বলতে পারব।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।