Nabadhara
ঢাকাশনিবার , ২৯ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সুবল হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
জানুয়ারি ২৯, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত সুবল সিকদার হত্যা মামলার প্রধান আসামি টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস সহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে ও সুবল শিকদারের পরিবারকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের বিষয়ে সুবিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত সুবল শিকদারের পরিবার।

 

সংবাদ সম্মেলনে নিহত সুবল শিকদারের ভাতিজা মিলন শিকদার বলেন, টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে হত্যা মামলার ১ নাম্বার আসামী হওয়া সত্ত্বেও পুলিশ তাকে সহ কাউকেই গ্রেপ্তার করছে না অন্যদিকে আমাদের পরিবারের লোকজনকে ভাইস চেয়ারম্যানের লোকজন ভয়-ভীতি হুমকি-ধামকি প্রদান করে আসছে।

 

আজ শনিবার উপজেলার কাকুইবুনিয়া গ্রামের নিহত সুমন শিকদারের বাড়িতে বেলা ১১ টায় তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।

 

এ সময় নিহত সুবল শিকদারের স্ত্রী ইতি শিকদার, পুত্র শিমুল শিকদার, শিবু শিকদার, সজল শিকদার কন্যা শিলা শিকদার, ইলা সিকদার, ভাতিজা মিলন শিকদার ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য গত ২০ জানুয়ারি কাকইবুনিয়া গ্রামে মন্দিরের কমিটি গঠন কে কেন্দ্র করে সংঘর্ষে সুবল শিকদার (৫৫) নিহত হন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।