Nabadhara
ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্কাউট জাম্বুরীতে যাবেন বশেমুরবিপ্রবি শিক্ষক

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব স্কাউট জাম্বুরিতে এডাল্ট লিডার হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী অধ্যাপক  মো. জুবাইর আল মাহমুদ।
তিনি ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ-এর রোভার লিডার (উডব্যাজার)।
২০২৩ সালের ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে এই বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের চৌকশ রোভারেরা অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।
এ বিষয়ে মো. জুবাইর আল মাহমুদ বলেন, স্কাউট থেকে বিভিন্ন সময় জাতীয় আন্তর্জাতিক প্রোগ্রাম হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে এডাল্ট লিডার হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। এটা অবশ্যই আনন্দের বিষয়। যারা স্কাউটের সাথে জড়িত আছেন তাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবে। যারা স্কাউটে যুক্ত না তারাও উদ্ধুদ্ধ হয়ে স্কাউটিংয়ে সম্পৃক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করছি।
প্রসঙ্গত, ২০১৬ সালে বশেমুরবিপ্রবিতে রোভার স্কাউট সংগঠিত যাত্রা শুরু করে। তারা বিভিন্ন সামাজিক কার্যাবলীতে স্বেচ্ছায় অংশগ্রহণ করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।