কোটালীপাড়া প্রতিনিধিঃ
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
আজ বুধবার বিকেলে কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে এলাকাবাসী তাদের ফুল দিয়ে বরণ করেন। এরপর পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অনুষ্ঠনে আগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানায়।
কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, এডভোকেট রাশিদা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু বক্তব্য রাখেন।
কান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তুষার মধু বলেন, নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ইউনিয়নের জনগনের আশা আকাঙ্খা পূরণে পরিষদের সদস্যদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।