কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা পরিষদ।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার,উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, মাজাহারুল আলম পান্না, এডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী, চৌধুরী সুলতান মাহমুদ কালু বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।