নবধারা ডেস্ক:
গতকাল শুক্রবারে আকস্মিক বৃষ্টিতে গোপালগঞ্জের ইটের ভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় প্রতিটি ইটের ভাটায় ৫০ লাখ হতে শুরু করে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি কাচা ইট নষ্ট হয়ে পড়ে আছে। আকস্মিক বৃষ্টির ফলে ইট সংরক্ষণ করা সম্ভব হয় নাই।
টুঙ্গিপাড়ার বাবুল ব্রীকসের শ্রমিক আনিসুর রহমান বলেন, হঠাৎ বৃষ্টির ফলে কাচা ইট নষ্ট হয়েছে। নতুন করে আবার ইট বানাতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইট ভাটার মালিক বলেন, হঠাৎ বৃষ্টির ফলে ইটভাটায় ক্ষতি হয়েছে। এর ফলে এবার ইটের দাম বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।