কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, সমাজসেবক আবুল বশার হাওলাদার, ইউপি সদস্য আলাউদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ পরিষদ কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।