নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আজ সোমবার হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ইতমধ্যে হাসপাতালটির অবকাঠামো নির্মান কাজ শেষ হয়েছে।
গিমাডাঙ্গা গ্রামের ইমদাদুল হক বলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০০ শয্য্য হওয়ায় আনন্দ লাগছে। এখন থেকে এ হাসপাতালে আমরা ভাল সেবা পাবো।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসীম উদ্দীন বলেন, আজ টুঙ্গিপাড়া উপজেলা কে ১০০ শয্যায় উন্নীত হওয়ার ঘোষনা পেলাম। আশা করি টুঙ্গিপাড়ার চিকিৎসা সেবায় এ হাসপাতালটি ভুমিকা রাখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।