Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে শালিকাকে ধর্ষণ, ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

 গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের এক নেতাকে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে।

পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে নাঈমকে গ্রেফতার করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।

 

মামলার বিবরনে জানাযায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষন করে।

 

তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, বাদী ওই ছাত্রলীগ নেতার আপন শশুর ও ভিকটিম তারই শালিকা।

 

পরে পুলিশ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারী) রাতে মুকসুদপুর উপজেলা সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার পরিদর্শক(তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে (মামলা নং-০৭)। ছাত্রলীগ নেতা নাইমকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান। তরুনীকে মুকসুদপুর থানা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল টেষ্ট এবং জবানবন্দি নেয়ার জন্য গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

 

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা সংবাদ কর্মিদেরকে জানান,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে এবং দল থেকে তাকে বহিষ্কার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।