Nabadhara
ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৩দিন ধরে স্বামীর সমাধির পাশে বসে শুধুই বিলাপ করছেন কোটালীপাড়া পারুলি বালা

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

 

৩দিন ধরে স্বামীর সমাধির পাশে বসে শুধুই বিলাপ করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের পারুলি বালা (৫৫)। এই ৩দিনে তিনি শুধু পানি ছাড়া কিছুই খায়নি বলে জানিয়েছেন তার পুত্রবধূ বিউটি বালা। শশুরকে পিটিয়ে হত্যার পর তার শাশুরি পারুলির বালার এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন এই গৃহবধূ।

পারুলি বালা খাগবাড়ী গ্রামের নকুল বালার স্ত্রী।

আজ বুধবার সরেজমিনে জানাগেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ ফেব্রুয়ারি প্রতিবেশি বিপুল বালার ছেলে শিশির বালা (২০) লোকজন নিয়ে নকুল বালা(৬০) কে পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত নকুল বালাকে তার পরিবারের লোকজন প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করে। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসারত অবস্থায় গত রবিবার (২০ ফেব্রুয়ারি) তিনি মারা যান। এর পর ময়না তদন্ত শেষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নকুল বালাকে তার নিজ বাড়ীতে সমাহিত করা হয়। সেই থেকেই নকুল বালার স্ত্রী পারুলি বালা তার স্বামীর সমাধির পাশে বসে বিলাপ করছেন।

নকুল বালার পুত্রবধূ বিউটি বালা নবধারা কে বলেন, ঘটনার দিন শিশির বালা তার বাড়ীতে উচ্চ স্বরে ডেকসেট বাজাচ্ছিল। এ সময় আমার শ্বশুর শিশিরকে নিষেধ করলে সে লোকজন নিয়ে আমার শ্বশুরকে পিটিয়ে আহত করে। এরপর এক সপ্তাহ চিকিৎসা শেষে খুলনা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় শিশিরসহ ৬ জনকে আসামী করে আমরা কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি। আমি আমার শ্বশুর হত্যার বিচার চাই।

এ বিষয়ে জানার জন্য শিশির বালার বাড়ীতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া নবধারা কে বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে এই মামলার এক জন আসামী পলাতক ও পাঁচ জন আসামী জামিনে রয়েছেন। আমরা পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।

 

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।