Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৭ বছরে ১০হাজার মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে কোটালীপাড়া ব্লাড ব্যাংক

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
৭বছরে ১০হাজার মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে কোটালীপাড়া ব্লাড ব্যাংক। সংগঠনটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটিই জানিয়েছেন অনলাইন এই ব্লাড ব্যাংকের এডমিন কামরুল ইসলাম দিপু।
তিনি বলেন, আজ থেকে ৭বছর আগে এমন একটি দিনে আমাদের এই অনলাইন ব্লাড ব্যাংক যাত্রা শুরু করেছিল। দীর্ঘ এই ৭বছরে আমরা প্রায় ১০হাজার মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়েছি।
আজ শুক্রবার বিকেলে পৌর মার্কেট চত্ত্বরে কোটালীপাড়া ব্লাড ব্যাংকের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া ব্লাড ব্যাংকের এডমিন কামরুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় কমলকুড়িঁ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, কবি মিন্টু রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জাহিদুল ইসলাম, কোটালীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিনিধি কাকলী কাজী, নুসরাত জাহান শিউলী, ইমরান তালুকদার, আলামিন হাওলাদার, আশুতোষ দাস বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
সরওয়ার হোসেন তালুকদার বলেন, গত কয়েকদিন আগে আমার এক আত্মীয় অসুস্থ্য হয়েছিল। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত রক্ত দিতে হয়। আমি কোটালীপাড়া ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করি। তারা মুহুর্তের মধ্যে কোন প্রকার পারিশ্রমিক ছাড়া আমাদেরকে দু’জন ডোনার সংগ্রহ করে দেয়। ডোনার দু’জন বিনামুল্যে আমার রোগীকে ২ব্যাগ রক্ত দেয়। আমি এই সংগঠনটির সাফল্য কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।