Nabadhara
ঢাকারবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি গোপালগঞ্জ জেলা পরিবারের মানববন্ধন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গনধর্ষনের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ জেলা পরিবার। রবিবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয় ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সহকারী প্রক্টর মোঃ এমদাদুল হক,শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান , মার্কেটিং বিভাগের শিক্ষক তাপস পাল, কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময়ে সহকারী প্রক্টর মোঃ এমদাদুল হক বলেন, ধর্ষণের মতো এত জঘন্য অপরাধ আসলেই লজ্জাজনক। তবে এর সুষ্ঠু বিচার না হলে পুনরাবৃত্তি হওয়া স্বাভাবিক। আমরা সবাই দোষীদের সবার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানাই। আমাদের শিক্ষার্থীরা যারা বাইরে থাকেন, তাদের ব্যাপারে আমরা দ্রুত আবাসনের ব্যবস্থা নিয়েছি।আশা করি আবাসনের ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে ।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল বলেন, জাতির পিতার পুণ্যভূমিতে যে ঘটনা ঘটেছে, আসলেই দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে এ ঘটনাই প্রথম, আশাকরি এটাই শেষ হবে। আমরা অতি দ্রূত জাতির পিতা বঙ্গবন্ধুর পুণ্যভূমিতে এই অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই । প্রসঙ্গত, বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়।

এ ঘটনার বিচারের দাবিতে রাতে শিক্ষার্থীরা থানায়, ঢাকা- খুলনা মহাসড়ক ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।