কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বলরাম শিশু বিদ্যানিকেতনের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগরে এ বিদ্যানিকতের উদ্বোধন করেন কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস।
এ সময় বলরাম শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ডা. সুমন্ত কুমার গাইন, ডা. রিতা ওঝা, বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, কালিগঞ্জ বাজার কমিটির সভাপতি অনন্ত মন্ডল, ইউপি সদস্য পার্থ গাইন উপস্থিত ছিলেন।
এডভোকেট বিজন বিশ্বাস বলেন, উপজেলার একটি নিভৃত পল্লীতে এ শিশু বিদ্যানিকেতনটি স্থাপন করা হয়েছে। আশাকরি এ প্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষার আলো জ্বালাবে।
শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. সুমন্ত কুমার গাইন বলেন, আমি আমার বড় ভাইয়ের নামে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছি। এখানে যে সকল শিশুরা ভর্তি হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে বিনামূল্যে বই, খাতা, কলম ও স্কুল ড্রেস দিয়েছি। আমার এই প্রতিষ্ঠানের সকল শিশুকে শিক্ষা গ্রহণের জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।