কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী আব্দুল আলীম, আজিজুর রহমান শেখ, হিসাব সহকারী অপূর্ব কৃষ্ণ দাস, বেঞ্চ সহকারী আজাদুর রহমান, উপজেলা ভূমি অফিসের উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন শেখ, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ মশিউর রহমান, নাজির কাম ক্যাশিয়ার মানিক সরদার উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।