Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ইউ.পি নির্বাচনী জের, চাচাতো ভাইদের হামলায় আহত ৩

MEHADI HASAN
মার্চ ৩, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

 

গোপালগঞ্জে ইউ.পি নির্বাচনী জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের হামলায় চেয়ারম্যান প্রার্থী রাইস গাজীসহ তিন জন আহত হয়েছে। এসময় বাড়ী-ঘর ও গাড়ী ভাংচুর করা হয়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানায়ীরা জানায়, চেয়ারম্যান প্রার্থী নাইস গাজীর বাড়ীতে ডুমদিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা করে নাইস গাজী ও তার পরিবার। দুপুরে সাবেক চেয়ারম্যান ইকবাল গাজী ও তার ভাইয়েরা মিলে এতিমদের জন্য তৈরী খাবার নষ্ট করে বাড়ী ও গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে।

 

এসময় নাইস গাজী ও পরিবারের সদস্যরা বাঁধা দিলে নাইস গাজী(৩৭),তার মা নুরজাহান বেগম(৬০)ও ছোট ভাই মাসুম গাজীকে(৩০)কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।এরমধ্যে নাইস গাজীর অবস্থা আশংকাজনক। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রক্রিয়া চলছে।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তবে এখন পযর্ন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।