টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ (EDIT) এর উদ্বোধন উপলক্ষে টুঙ্গিপাড়া উদ্যোক্তা সম্মেলন এবং উদ্যোক্তা মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে (EDIT) এর লোগো উন্মোচন এবং উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোফিদা আক্তার জোনাকি, ৫ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার কর্মকর্তাগন প্রমুখ।