Nabadhara
ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বারিধারা ক্লাবের কাছে ৩-২ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র পরাজিত

MEHADI HASAN
মার্চ ৬, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগে উত্তর বারিধারা ক্লাবের কাছে ৩-২ গোল পরাজিত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

আজ রোববার বিকেল সাড়ে ৩ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ দু-দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রধমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও উত্তর বারিধারা ক্লাব ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটে শেখ রাসেল ক্রীড়া চক্রের ৩৪ নম্বর জার্সিধারী আইজার মাঝ মাঠ থেকে ফ্রিকিক থেকে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। খেলার ১১ মিনিটে একই দলের ৭৭ নম্বর জার্সিধারী দ্যা সিলভা দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে দলকে এগিয়ে দেন।

খেলার ৩৯ মিনিটে উত্তর বারিধারা ক্লাবের শাইডস্টন ফোঝিলভ গোল করেন। এর ২ মিনিট পর ৪১ মিনিটে একই দলের সুজন বিশ্বাস দলের পক্ষে দ্বিতীয় গোল করে ২-২ সমতা আনেন। খেলার অতিরিক্ত সময়ের ৩ মিনিটে সুজন বিশ্বাস দ্বিতীয় গোল করে দলকে ৩-২ গোলে জয় এনে দেন।

খেলাটি পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া আর সহযোগি হিসেবে দায়িত্ব শেখ ইকবাল আলম ও মাহমুদ হাসান মামুন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।