কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভ্যান চাপায় ইমাম উদ্দিন ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
ইমাম উদ্দিন তারাশী গ্রামের উজ্জল শেখের ছেলে।
জানাগেছে, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টায় ইমাম উদ্দিন তার বাড়ির পাশের রকিবুল ইসলাম নামে এক যুবকের সাথে ব্যাটারী চালিত ভ্যানে ঘুরতে যায়। ভ্যান চালক রাকিবুল ইসলাম রাস্তার মোড় ঘুরতে গেলে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে শিশু ইমাম উদ্দিন গুরুতর আহত হয়। আহত ইমাম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইমাম উদ্দিনের পরিবারের অনুরোধে তার লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।