Nabadhara
ঢাকাবুধবার , ১৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

MEHADI HASAN
মার্চ ১৬, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষক ভোলানাথ দাস হত্যাকান্ডের ঘটনায় গণপতি মন্ডল নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া মামলার অপর ১৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।

 

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো: অব্বাস উদ্দীন এ রায় দেন।

 

মামলার বিবরনে জানাগেছে, ২০১১ সালের ১৫ জুন মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মন্ডল ও তার ২৫ জন সহযোগী।

 

পরে মারাত্মক আহতাবস্থায় তাকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে অবস্থার অবনিত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস একটি মামলা দায়ের করলে দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত গণপতি মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর ১৪ আসামীকে খালাস দেন।

 

রায় ঘোষনার সময় সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বাদী পক্ষের এপিপি অ্যাডভোকেট মো: শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।