Nabadhara
ঢাকাশনিবার , ১৯ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জে টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে -জেলা প্রশাসক

MEHADI HASAN
মার্চ ১৯, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে।প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পন্য বিক্রি করা হবে। টিসিবি-র পন্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ২কেজি মশুর ডাল(কেজি ৬৫ টাকা),চিনি ২কেজি(৫৫ টাকা)এবং সোয়াবিন তেল ২লিটার(লিটার ১১০ টাকা)।দ্বিতীয় কিস্তি দেয়া হবে ৩রা এপ্রিল। জেলা প্রশাসক জানান, কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পন্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

উপকারভোগীর মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলায় ২হাজার ৯৬০জন, মুকসুপুর উপজেলায় ২৪হাজার ৫৭১জন, কাশিয়ানী উপজেলায় ১৩ হাজার ৮৪৫জন, কোটালীপাড়া উপজেলায় ১৯ হাজার ৩২৫জন এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৬হাজার ৪০৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।