টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ১ নং গেট চত্তরে কৃষকলীগের সভাপতি সমীর চন্দর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
এছাড়া ও এ আলোচনা সভায বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী,কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, গোপালগঞ্জে সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি মিলন মোল্লা, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।