টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ১ নং গেট চত্তরে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে হৃদয়ে পিতৃভুমি প্রতিপাদ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল হানিফ,বিশেষ অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বক্তব্য রাখেন।
এছাড়া ও সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ,সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল,সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি,সংরক্ষিত মহিলা আসন রাজবাড়ির এমপি খোদেজা নাসরিন রিমি,মাননীয় প্রধানমন্ত্রী এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মুনসুর গাজী লিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি প্রমূখ বক্তব্য রাখেন।