Nabadhara
ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রেসক্লাবের সামনে মৎস‌জীবী‌দের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

MEHADI HASAN
মার্চ ২৭, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে কেন্দ্রীয় মৎসজীবী সমিতির সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হ‌য়ে‌ছে।

গোপালগঞ্জ মৎসচাষী সমিতির ব্যানারে ভুক্তভোগিরা এ মানববন্ধন করেন।

আজ রবিবার  সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধনে মৎস্যচাষী সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিল।

মানববন্ধনের পর পৌর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান ছোটন সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ ক‌রে বলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক সরকারী প্রকল্পের আওতায় চাকুরী ও সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জসহ আশেপাশের ১০টি জেলার ৪৯ টি উপজেলার বেকার যুবক, মৎস্যচাষী এবং মৎস্যজীবীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন তার কাছে চাকুরী ও টাকার কথা বললে তিনি কোনটাই না দিয়ে বিভিন্ন ছল চাতুরি করছেন। তারা জাহাঙ্গীর হোসেনের এই অপকর্মের বিচার ও সাধারণ মানুষের টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।