Nabadhara
ঢাকারবিবার , ৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে প্রধান শিক্ষকের দুর্ণীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

MEHADI HASAN
এপ্রিল ৩, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার দুর্ণীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষককে প্রায় ২ ঘন্টা বিদ্যালয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। আজ রবিবার (৩ এপ্রিল ) সকাল থেকে দুপুর পর্যন্ত  বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্ণীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

 

বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে তাহমিনা, তন্নী, রবিন খন্দকার শেখ রাসেল, রিজভী, রাব্বি, সোনালী, মুন্না, তামিমসহ আরও অনেকে জানায়, করোনাকালীন সময়ের ২০২১ সালে এসএসসি পরিক্ষায় ১৫০ জন শিক্ষার্থীর নিকট থেকে ফরমফ্ল্যাপের সময় মাথাপিছু ২২০০ থেকে ২৩০০ টাকা করে নেয়া হয়েছে। করোনার কারনে পরিক্ষা না হয়ে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে। শিক্ষার্থীদের ফরমফ্ল্যাপের টাকা ফেরত দিয়েছে সরকার। কিন্তু নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাত্র মাথাপিছু ৩০০ টাকা করে ফেরত দিতে চাইলে তারা টাকা না নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা প্রধান শিক্ষকের নানান অনিয়ম দুর্ণীতির কথা তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন। এছাড়াও তাদের দাবি দাওয়া মেনে নেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানায়।

 

পরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়া ও মোচনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যা শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেয়া হবে বলে  আশ্বস্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া নবধারা কে বলেন, নিয়মিত অনিয়ম সব মিলিয়ে ১৮৬ জন শিক্ষার্থীর জন্য মোট ৫৩ হাজার টাকা আমরা বোর্ড থেকে পেয়েছি। সেই সকল শিক্ষার্থীদের মাঝে ৩০০ টাকা হারে ভাগ করে দিতে চাইলে তারা টাকা না নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। সরকারী নিয়ম অনুযায়ী তাদের দাবি দাওয়া মেনে নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।