Nabadhara
ঢাকাসোমবার , ৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের রেকর্ডভুক্ত ভূমি নড়াইল জেলায় অন্তর্ভূক্তি করার প্রতিবাদে মানববন্ধন 

MEHADI HASAN
এপ্রিল ৪, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

 

গোপালগঞ্জের রেকর্ডভুক্ত ভূমি নড়াইল জেলায় অন্তর্ভূক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।সদর উপজেলার চর সরসপুর, গোপালপুর ও চরপুকুরিয়া গ্রামবাসী এ কর্মসূচী পালন করে।

 

আজ সোমবার সকাল ৯টায় গোপালপুর খেয়াঘাট সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে গ্রামবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।এসময় গোপালগঞ্জের রেকর্ডভুক্ত ভূমি নড়াইল জেলায় অন্তর্ভূক্তি করার প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

 

মানববন্ধনে তিন গ্রামের পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে উরফি ইউনিয়নের চেয়ারম্যান মনির গাজী, অ্যাভোকেট মোঃ আজিজুর রহমান, ওমর আলী বিশ্বাস, খোরশেদ মিয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে অংশ নিতে আসা সদর উপজেলার গোপালপুর গ্রামের ওমর আলী বিশ্বাস বলেন, গোপালগঞ্জ জেলায় আমাদের বসত বাড়ী। আমাদের পূর্বপুরুষেরা যুগযুগ ধরে এখানে বসবাস করে আসছি। এখান থেকে গোপালগঞ্জ শহর কয়েক কিলোমিটার দূর। কিন্তু নড়াইল জেলা শহর প্রায় ৬০ কিলোমিটার দুরে। নড়াইল জেলার মানুষদের সাথে আমাদের কোন ধরনের যোগাযোগ নেই। আমাদের দাবী আমরা গোপালগঞ্জ জেলার অধিবাসী ছিলাম, আছি এবং থাকবো।

 

একই গ্রামের বাসিন্দা খোরশেদ মিয়া বলেন, কয়েক পূর্বপুরুষ ধরে আমরা গোপালগঞ্জ জেলায় বসবাস করে আসছি। কিন্তু, তিন গ্রামের মধুমতি নদীর তীরবর্তী কয়েক হাজার পরিবার ও ভূমি নড়াইল জেলার মধ্যে অন্তর্ভূক্তি করার ষড়যন্ত্র চলছে।এতে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের আংশকা সৃষ্টি হয়েছে। আমরা নড়াইল জেলা নয় বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে থাকতে চাই বলে দাবী করেন হাজার হাজার গ্রামবাসী।

 

গোপালপুর গ্রামের বাসিন্দা অ্যাভোকেট মো: আজিজুর রহমান বলেন, আমরা প্রায় দেড়শ বছর যাবত গোপালগঞ্জ জেলায় বসবাস করছি। আমার দাদা ও বাবার কবর এখানে। সিএস রেকর্ড, আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড, এসএ রেকর্ড-এ আমাদেরকে গোপালগঞ্জে অন্তর্ভূক্ত করে রেকর্ড করা হয়েছে। কিন্তু আন্ত:জেলা সীমানা নির্ধারনের নামে নড়াইল ও গোপালগঞ্জের জেলা প্রশাসক কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা অবগত নই। গোপালগঞ্জের মধুমতি নদীর তীরবর্তী অংশ কেটে নড়াইল জেলায় অর্ন্তভূক্তি করার চেষ্ঠা চলছে। আমরা নড়াইল জেলায় যেতে চাই না। আমরা পৃথিবীর বুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলার বাসিন্দা হয়ে থাকতে চাই।

 

 

উরফি ইউনিয়নের চেয়ারম্যান মনির গাজী বলেন, তিন গ্রামের মানুষ কোনভাবেই গোপালগঞ্জ জেলা থেকে নড়াইল জেলায় যেতে চান না। এখানকার মানুষ নিরীহ ও ওপারের মানুষ খুব দূর্ধ্বর্ষ। গোপালগঞ্জ জেলার ভুমি যদি নড়াইল জেলায় রেকর্ড হয় তাহলে এ জেলার মানুষ অন্যায় অত্যাচারে ক্ষতিগ্রস্থ হবে এবং সংঘাত বাঁধার সম্ভবনা রয়েছে। আমরা জোরালো ভাবে আবেদন করছি এই তিন গ্রামের মানুষ কোনভাবেই নড়াইল জেলার অন্তর্ভুক্তি হতে চায় না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

 

এ ব্যাপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নবধারা কে বলেন, যেখানে দুই জেলার সিমানা নিয়ে কথা, সেখানে কোন জেলাই ইচ্ছা করলে অন্য জেলার সম্পত্তি নিয়ে নিতে পারেনা। তিনি বিষয়টি এখনই খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।