হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম, তাকওয়া ও সার্বজনীন কল্যানে মাহেরমজা শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুকসুদপুর শাখা। সোমবার (০৪ এপ্রিল) বিকেল ৫টায় শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইসলামী ব্যাাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে রমজানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন মুকসুদপুর সদর জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু নাঈম নোমানী। স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর শাখার শাখা ব্যবস্থাপক মো: মহিত শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কার মিয়া, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়া, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর মোল্যাসহ ব্যাংকের সকল এজেন্ট শাখা প্রধান, স্থানীয় সাংবাদিক এবং ব্যাংকের শত শত গ্রাহক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মুকসুদপুর শাখার ম্যানেজার অপারেশন মোঃ আবুল কাশেম।