কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর মৎস্য হ্যাচারীতে কাপ জাতীয় মাছের কৃত্রিম প্রজনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, আব্দুল গণি মিণা উপস্থিত ছিলেন।
বাপার্ডের পরিচালক (কৃষি) কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী নবধারা কে বলেন, জলজ সম্পদে সমৃদ্ধ দেশের দক্ষিণাঞ্চলের পল্লীর মৎস্য চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান ও পোনা সরবরাহের জন্য এ হ্যাচারী স্থাপন করা হয়েছে। এ হ্যাচারী হতে উচ্চ মূল্যের মাছের পোনা উৎপাদন ও স্বল্প মূল্যে বিপনন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।