রাকিব চৌধুরী,নবধারা প্রতিনিধিঃ
প্রত্যেকে আমরা পরের তরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে রোভার ও গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে “বাংলাদেশ স্কাউট দিবস-২০২২ পালিত হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে বিকাল ৩ টায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এদিকে গোপালগঞ্জে রোভারদের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
আজ বিকাল চারটায় গোপালগঞ্জের বিভিন্ন কাঁচাবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কার্যক্রমে সকল ব্যবসায়ীদেরকে রমজানে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)গোপালগঞ্জ জনাব নাজমুন নাহার, গোপালগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার জনাবা মুন্নী খাতুন ও গোপালগঞ্জের বিভিন্ন ইউনিটের রোভার সদস্য ও গার্ল ইন সদস্যরা।