কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসে দালালীর অপরাধে রবিন্দ্রনাথ রায় (৬৮) ও শীতল বালা (৫৬) নামে দুই দালালকে ১মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার উপজেলা ভূমি অফিসে বসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালাতে নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন।
রবিন্দ্রনাথ রায় উপজেলার শুয়াগ্রামের মন্ডল রায়ের ছেলে এবং শীতল বালা উপজেলার ডহরপাড়া গ্রামের অনন্ত কুমার বালার ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।