সুব্রত বিশ্বাস সজিব, জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। উদীচী রঘুনাথপুর শাখার উদ্যোগে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী আনন্দ শোভাযাত্রা আয়োজন করে। এছাড়া কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া নানা কর্মসূচি পালিত হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।