Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। সাংবাদিক সহ আহত ১৫

নবধারা ডেস্কঃ
মে ৫, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার রাতে ইভটিজিং করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে গভীর রাত পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চলে। এতে সংবাদ কর্মিসহ উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়।এ সময়ে পার্ক করে রাখা ৪/৫টি মটর সাইকেল ভাংচুর করা হয়।হামলা করা হয় কয়েকটি দোকান ঘরে। এ সময় নিউজ কাভার করতে গেলে নবধারা বার্তা সম্পাদক বায়জিদ সাদ আহত হন। পরে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে ২জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে,২জন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪২ রাইন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহমুদ জানিয়েছেন।

জানাগেছে, গতকাল বুধবার সন্ধ্যায় পাটগাতি গ্রামের লিটু শেখের স্ত্রী ও মেয়েরা মধুমতি নদীর পাটগাতি বাজার সংলগ্ন ঘাট এলাকায় গেলে শ্রীরামকান্দির কয়েকটি ছেলে তাদেরকে ইভটিজিং করে। এ বিষয় নিয়ে পরবর্তীতে শ্রীরামকান্দি ও পাটগাতীর মানুষেরা দুই পাশে জমায়েত হয় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ পরিস্থিতি চলতে থাকে কয়েক ঘন্টা ধরে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৪২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে আনে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দেয়নি বলে ওসি জানান।এলাকায় ধমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।