সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিদগ্ধের পাশে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ। মানবতার এই কঠিন পরীক্ষায় পিছিয়ে নেই গোপালগঞ্জের জেলা রোভার ও জেলা স্কাউটস এর ১৫ জন সদস্য। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহোযোগিতা এক করে নগদ অর্থ আহতদের হাতে তুলে দিয়েছে রোভার৷ ও স্কাউটস সদস্যরা।
রবিবার (১২ জুন) চট্টগ্রাম সহায়তা ফান্ড( RSTF)”বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এই সহোযোগিতার টাকা হস্তান্তর করা হয়।
এসময় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট সাকিব হোসেন হৃদয় বলেন, আমরা এইবার সহ বাংলাদেশের যে কোনো ট্রাজেডিতে আহতদের পাশে দাঁড়িয়েছি। এই পর্যন্ত ২০ হাজার টাকার নগদ অর্থ আহতদের হাতে তুলে দিয়েছি। ভবিষ্যতে আমাদের এই মানবিক সাহায্য অব্যাহত থাকবে।
নিহতদের আত্নার শান্তি কামনায় গোপালগঞ্জে প্রার্থনার আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।