গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাড়ে ৩’শ নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলপথ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান। তার নির্বাচনী এলাকার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, পদ্মাসেতু শুধু মাত্র একটি সেতু নয়, এটি বাংলাদেশের ময্যাদাকে অনেক উপরে উঠিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুর হবে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    