Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘবিরতির পরে বশেমুরবিপ্রবিতে ১১ শিক্ষকের পদন্নোতি

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদান, গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি এবং উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) ১১ শিক্ষক পদন্নোতি পেয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৩১ তম সভায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ আশিকুর রহমান প্রিন্সকে অধ্যাপক হিসেবে পদোন্নতি সহ আরও ১০ জন শিক্ষককে পদোন্নতি প্রদান করা হয়৷

রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়৷

এব্যাপারে অধ্যাপক ড. শেখ আশিকুর রহমান প্রিন্স সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে।এজন্য শিক্ষার্থী, সহকর্মী,উপাচার্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।এসময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়াও উক্ত রিজেন্ট বোর্ডের সভায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক ড.রেজিনা রউফ, সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা,পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ কামাল হোসেন, সহকারী অধ্যাপক এস.এম.নাসিম আযাদ’কে সহযোগী অধ্যাপক পদে এবং সিএসি বিভাগের প্রভাষক মলয় কুমার দেবনাথ,ফারুক হোসেন, সাকিফা আকতারকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়৷

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।