Nabadhara
ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের শেখ রাসেলের জন্মদিন পালন

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের বাস্তবায়নে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের বাস্তবায়নে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়৷ এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেলের স্মরণে প্রশাসনিক ভবন সংলগ্ন কেক কাটেন।

এসময় বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) মোঃ আশিকুজ্জামান ভুঁইয়া, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আসলাম, সার্জেন্ট আজাদ, ক্যাডেট আন্ডার অফিসার আফসানা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটবৃন্দ।.

এসময়ে পিইউও মোঃ আশিকুজ্জামান ভুঁইয়া বলেন, শেখ রাসেল বাংলাদেশের ইতিহাস থেকে ঝরে যাওয়া এক নিষ্পাপ শিশু। তিনি আজ বেঁচে থাকলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে পারতেন।আমরা তার আত্মার প্রতি শান্তি কামনা করি।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন জাতীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।