Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরিসংখ্যান বিভাগের কাউন্সিলিং চালু

মেহেদী হাসান,বশেমুরবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বশেমুরবিপ্রবির পরিসংখ্যান বিভাগ কাউন্সিলিং চালু করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর ) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।
শারীরিক স্বাস্থ্যের পরও মানসিক স্বাস্থ্য নামে আরেকটা স্বাস্থ্য আছে । মানসিক স্বাস্থ্য ভালো থাকলে শরীর ও সুস্থ থাকে । কাজে সফলতা পাওয়া যায় ।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীশতা বাড়াতে পরিসংখ্যান বিভাগ এ উদ্যোগ গ্রহন করে।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.নিশীথ কুমার,জনাব এস এম নাসিম আজাদ, সহকারী অধ্যাপক জনাব মোঃ তোফাজ্জল হোসেন, ড.রেহেনা পারভীন, জনাব মোঃ জাহিদ হাসান কাউন্সিলিং গাইড হিসাবে নিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কাউন্সিলিং এর সুবিধা পাবে।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগের একাডেমিক মিটিং-এ বিষয়টি বাস্তবায়িত হয়েছে। নিয়মিত কাউন্সিলিং ছাত্রছাত্রীদের মানসিক সহযোগিতা করবে।পড়ালেখায় নানা সমস্যায় পরামর্শও পাবে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।