ভারতের নাগপুর, মহারাষ্ট্র প্রদেশ। এখানের একটি যায়গার নাম বাংলাদেশ ।
এই নামকরনের ইতিহাস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে টিম নবধারা কথা বলে নাগপুরের রির্পোটার অনিরুদ্ধ পাতিলের সাথে।
তিনি বলেন,বাংলাদেশ স্বাধীন হবার পর, তৎকালীন মহারাষ্ট্র সরকার মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সম্মান প্রদর্শন করার জন্যে এখানের একটি জায়গার নামকরণ করেন বাংলাদেশ।
মারাঠি আর হিন্দি যে রাজ্যের ভাষা সেখানে একটুকরো বাংলাদেশ খুঁজে পাওয়ায় বাংলাদেশী হিসেবে আপনাকে গর্বিত করবে।
নাগপুরের এ যায়গাটিতে যেতে যেতে হিন্দী আর মারাঠী ভাষায় লেখা সাইনবোর্ডে বাংলাদেশ লেখা চোখে পড়বে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।