Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বি’ক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুলাই ২, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে জেলা যুবদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ, সাবেক সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, সাবেক ত্রাণ সম্পাদক মো. আলামিন, কোষাধ্যক্ষ মো. মুসা, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নয়ন উপস্থিত ছিলেন।

 

পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম ও ত্যাগ স্বীকার করলেও নতুন কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে যদি অবৈধ বা অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে তা দলকে ক্ষতিগ্রস্ত করবে।

 

পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় যুবদলের কাছে সুষ্ঠু তদন্ত করে যোগ্যদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।