Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মোছাঃ  কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বুধবার (২ জুলাই) র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের রেড ক্রিসেন্ট ইয়ুথ ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।

সকাল ১১টা ৩০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান।

আলোচনায় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবিস্তার রোধে আমাদের নিজ নিজ বাসস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি, ফুলের টব, ফ্রিজের পেছনের ট্রে—এসব স্থানে যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে করোনা সংক্রমণ আবার বাড়ছে। তাই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাস ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি রেড ক্রিসেন্ট ইয়ুথের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই উদ্যোগ কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।