বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ভূমি সংক্রান্ত সরকারি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উদ্বোধন করা হলো ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন ‘আল কারীম এন্টারপ্রাইজ’-এ এ কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ এবং বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে বাবুগঞ্জ উপজেলায় একটি কেন্দ্র চালু হলেও, ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি-এর বিনিময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান ও ম্যাপ সংগ্রহসহ যাবতীয় ভূমি সেবা পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রযুক্তিতে অদক্ষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে হয়রানি ছাড়া দ্রুত সেবা পেতে পারে, সে লক্ষেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফারুক আহমেদ বলেন, “এই কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবাকে মানুষের জন্য আরও সহজ ও হয়রানিমুক্ত করা সম্ভব হবে। সরকারি নির্ধারিত ফি ছাড়া কেউ অতিরিক্ত টাকা আদায় করতে পারবে না।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এ কেন্দ্র তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় জেলা প্রশাসনের এ উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।