Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্র’তারণা: বগুড়ায় ভু’য়া ব্যারিস্টার গ্রে’প্তার

বগুড়া প্রতিনিধি 
জুলাই ৩, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুয়া ব্যারিস্টারকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ওই প্রতারকের নাম শামীম রহমান (৩৩)। তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি দুপুর আড়াইটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান।

 

তিনি জানান, প্রতারণার শিকার হারুন-উর-রশিদ বুধবার (২ জুলাই) রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, বিএনপি কার্যালয়ের সামনে শামীম রহমানের সঙ্গে পরিচয় হয় ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদারের। তখন শামীম নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং পেশায় ব্যারিস্টার হিসেবে পরিচয় দেয়।পরে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইমরান ও রব্বানীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা নেয়। কিন্তু পরে তারা বুঝতে পারেন, শামীম একজন প্রতারক।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ডজনখানেক সিমকার্ড, দুটি মোবাইল ফোন, চারটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড এবং দশটি স্বাক্ষরকৃত ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার শামীম রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।